কবিতা, জীবন ও কবি

কবিতায় যে ভাব প্রকাশ পায় তা যতই অকিঞ্চিৎকর, উদভ্রান্ত বা উদ্ভট হোক তাতে কিছু আসে যায় না, কারণ কবিতার ভঙ্গিটাই আসল, ভঙ্গিটাই পথ এবং লক্ষ্য, সাধনা এবং সিদ্ধি। ©আবু আয়ুদ আইয়ুব




এইজন্য কবিরা দুঃখে অভিমানে অভিযোগে অবসাদে শুধুই কবিতা লেখে,শব্দগুলো চিৎকার করে যন্ত্রণার গভীরতায় ডুব দেয় মুখে কুলুপ এঁটে–কারণ অবাঞ্ছিত প্রশ্নের ঢেউ ওঠে অবিরাম।নচেৎ একপাক্ষিক দৃষ্টিভঙ্গিতে ওঠা মতামতের সিলমোহর পড়ে;
কার কতটুকু অবসাদ,কার কত সমস্যা,
 কার কত কষ্ট, কার যন্ত্রণা বেশি, অথচ প্রত্যেক মানুষের জীবন,অভিজ্ঞতা,বড়ো হওয়া,ওঠাপড়া সম্পূর্ণ আলাদা কারোর সাথে কারো গল্প মেলে না। এই মিথ্যে সমাধিকারের বড়াই নিয়ে কারো অবসাদের গভীরতা,কারো দুঃখের পারদ,কারো যন্ত্রণার মাত্রা,কারো কষ্টের গল্পকে এক সরলরেখায় এনে ক্ষুদ্র মানসিকতা শ্রেষ্ঠ বলা যায়না।
বলা যায় না কেউ শখে অবসাদে ডুব দেয়, বলা যায় না কেউ যেচে যন্ত্রণা ভোগ করে, বলা যায় না কেউ ইচ্ছে করে কষ্ট পেতে চায়। যদি বক্তা হতেই হয় একপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে তবে আগে ভালো শ্রোতা হয়ে ওঠো। করণ বলা সহজ কোনো মাত্রা ছাড়াই শোনা সহজ নয় ধৈর্য্য ধরে। 
©মেহুল শুনি🌻

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌