শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌
রেখে যাওয়া অতীতের খাতা খুলে দেখা যায় রেখেছি কত অযত্নে ভরা পুরোনো স্মৃতির জাদুঘর।
কখনো ভাবিনি যা ছিল সব মিথ্যে ইলিউশন,ভালোবাসা নয়।
ভালোলাগাগুলো আজ ঝরে পড়া ফুলের মতো অপ্রত্যাশিত চিঠি।
মেঘের কোলে ঢলে পড়া সূর্যের আলো জুড়ে যেন একরাশ আক্ষেপ কুয়াশার মতো করে জড়িয়ে আছে।
হারিয়ে গেছে কত কবিতা ছন্দের অভাবে এই শহরের বুকে।
অথচ তাদের প্রেমমধুর ভাবে অধরা কবির বুকে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল।
Comments
Post a Comment