অন্ত্যমিলে মুগ্ধতা


অনুভবে অসম্ভবে কতই গল্প লিখেছি                                                              শব্দহীন উচ্চারণে কত খসড়া ছিঁড়েছি।                                             

সময়ের গভীরে নিজেকে হারিয়ে                                          

   কতই না অজুহাত দিয়েছি                                            শন্য ক্যানভাসে অকারণেই তুলি বুলিয়ে গিয়েছি।                                                    অলস বিকেলে ঘুমিয়ে পড়ে অসম্পূর্ণ স্বপ্ন দেখেছি                      

অদ্ভুত সব পাগলের মতো বিনা কারণে উচ্চস্বরে হেসেছি।  
তোমার সন্ধানে শুন্য হাতে ফিরেছি,                       আমার মনে হয় মিছেই আমি                                        জীবনের গোলকধাঁধায় ঘুরেই মরেছি।
পাগলামিতে একুল ওকূল দুইই মুছে ফেলছি
তাই ফেরার পথে একমুঠো বকুল ফুল কুড়িয়ে এনেছি।
চিঠিগুলো সব পুড়িয়ে ফেলেছি,
পুরোনো স্মৃতির মুছতে গিয়ে কতই না চোখের জল মুছেছি।
গভীর রাতে একা আমি পথে পথে ফিরেছি
অসম্ভবের অনুসরণে শুন্য ইমারত গড়েছি।
কারাগারে বন্দী থাকা সব যত মসিমাখা
গোধূলিদের মুক্তি দিতে পেরেছি
সব অপরাধ ক্ষমা করে বিষাদময় বিদায়ে আমি সমাপনী এঁকেছি।
কত ঠিকানা হারিয়ে ফেলেছি
চিঠি লিখব বলে ভুলেই গেছি।
অভিসারে যাব বলে মিথ্যে কথা দিয়েছি,
তাদের অভিশাপে একাকীত্বে ভুগেছি।

©মেহুল শুনি

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌