অক্ষরের গায়ে লেপ্টে থাকা অনুভূতির কথা
অক্ষরের গায়ে কত অপ্রকাশিত অনুভূতির স্পর্শ লেগে থাকে, তা অবশ্যই আমাদের একান্ত ব্যক্তিগত জীবনের এক কোণায় জেদি দাগের মতো রয়ে যায়। খুব দামি গয়নার উজ্জ্বলতার মতো কিছু অংশ চাইলেও মুছে ফেলা যায় না। জমাট বাঁধা অন্ধকার যেমন হাজার ওয়াটের আলোর কাছে নিঃস্ব হয়ে যায় ঠিক তেমনই সময়ের সাথে কত অনুভূতির কথা অপাংক্তেয় হয়ে যায়।
Comments
Post a Comment