কল্পনা

শিশিরে ভেজা স্বপ্নের মতো কল্পনার রাজ্যে ভাসে কত শব্দের নৌকো। তীরে পড়ে থাকা পড়ন্ত বিকেলের সমুদ্দুরে কেবল রয়ে যায় বিদায়ের বিষাদময় সুরের ঝংকার। আর থাকে কারণে অকারণে খেলার মাঠ ছেড়ে ধুলোমাখা কিছু পায়ের ছাপ, যাদের ঘরে ফেরার সময় হয়েছে এবার। কিছু স্মৃতিমেদুর ছোট্টবেলার শিশুরা খুঁজে ফেরে আনন্দের সেই বিকেলগুলো বড়োবেলার আক্ষেপে ভরা সন্ধ্যেবেলায়।কিছু রঙহীন ক্যানভাসে অসমাপ্ত ছবির কাজ তুলিদের সাথে আর মেতে ওঠে না গল্প বলায়। মুছে দেয় না আর কত শব্দ ব্যবহার করে অনুভূতি প্রকাশ করা যায় না বলেও। হিসেবে গোলমাল হলেও মিষ্টি বকুনি জোটে না আর। জোটে শুধু একরাশ গালভরা  অপমান।আর চোখের জলে গাল ভেসে গেলেও কাছে টেনে নিয়ে মুছিয়ে দেয় না কেউ, বলে না কাঁদিস না।উল্টে ভেসে আসে এসব নাটক বন্ধ কর,এসবে আর ভুলছি না ।কেউ উৎসাহ দিয়ে বলে না পারবি ঠিক দেখিস, এবারে হয়নি তো কি হয়েছে।শুধু খরচের খাতায় হিসেব হয় কত পয়সা নষ্ট হলো বলে জমানো ভাঁড়ার ভরে উঠলো না।জীবনের রঙ্গমঞ্চে এভাবেই কত মন ভাঙার সমুদ্রে মানুষের বদলে যাওয়ার ঢেউ চোখে পড়ে বারবার।কিন্তু তাদের দোষারোপ করার আগে কেউ জানতে চায় না তারা আদৌও বদলাতে চেয়েছিল না তাদের বদলাতে বাধ্য করেছিল পরিস্থিতি,কিছু মানুষের অসহনীয় ব্যবহার।
©মেহুল শুনি

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌