টুকরো টুকরো ছবি দিয়ে ভরে ওঠে ক্যানভাস
কতকিছু ছেড়ে চলে আসি রোজ একটু একটু করে তবুও এখন আগের মতো অনুভবের আভাস পাওয়া হয়ে ওঠে না
কোথাও যেন একটা অদৃশ্য সুতোর আলগা টান যেন ছিঁড়ে ফেলে মেঘেদের ভেলা ভাসিয়ে উড়ে যেতে ইচ্ছে হয়।
নিশ্চুপ হয়ে থাকা হাসি আজ স্রোতের বিপরীতে অভিনয়ের জন্য জরুরি হয়ে ওঠে।
দুঃখ প্রকাশ করার চেয়ে গোপনে জমিয়ে রাখতে সচেষ্ট হয় সবাই।
তবুও ভেতরে ভেতরে মনের মধ্যে অনন্ত আকাশের মতো বিশাল শুন্যতা বিরাজ করে।
শুধু কেউ আঘাতের বাণে বিদ্ধ হবে না বলে দেখায় না।
শুধু ঠোঁটের কোণে মুচকি হাসি বর্ষার আকাশের মতো ক্ষণস্থায়ী হয়েও অনেক অস্বস্তিকর অনুভূতি থেকে রক্ষা করে যায় এভাবেই নিঃশব্দে।
Comments
Post a Comment