জীবন
জীবনের উপন্যাসে বর্ণিত কাহিনীতে প্রকৃতির প্রতি একমাত্র আত্মীয়তার সম্পর্কের প্রতি আমার দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে মুগ্ধতা আছে, বন্ধু হিসেবে এদের নিশ্চুপ উপস্থিতির আভাস পাওয়া অন্ততপক্ষে আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। যার জন্য আজীবন প্রকৃতির কাছে ঋণী থাকব। যে আমাকে ভালো খারাপ দুইই সময়ে পথ চিনিয়েছে সঠিক ভাবে। ফুলেরা মনের কোমলমতি হবার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শিখিয়েছে অনেককিছুই। তার জন্য অপরিসীম ভালোবাসা প্রকৃতির উদ্দেশ্যে🫶🌻
Comments
Post a Comment