সৌন্দর্য প্রকৃতি আর আমি

সৌন্দর্যের সীমাহীন প্রান্তরে আকাশের বিশালতা বিরাজমান তাই আমি মানুষের ক্ষুদ্রতার কাছাকাছি আসলেই  আমার সত্বা আঘাতে ছিন্নভিন্ন হয়ে টুকরো টুকরো অংশে বিভক্ত হয়ে রক্তাক্ত অবস্থায় রয়ে যায়। আমি তাই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে শান্তির নিষিক্ত বাতাসে মুক্তির নিশ্বাস নিয়ে আবার নতুন করে জুড়ে নিতে পারি সত্বার প্রতিটি সূক্ষ্মাতিসূক্ষ্ম দেওয়াল। এইভাবেই কাটছে জীবন রঙের কাননে তুলির আঁচড়ে কল্পনার আল্পনায় শোভিত কাননে বিষন্ন বিকেলে ঢাকা শহরের প্রান্তে এসে।। ©মেহুল শুনি🫶🌱✒️

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌