যন্ত্রণার রঙ কি নীলাভ

যন্ত্রের মতো বেঁচে থাকার পথে সহস্রাধিক যন্ত্রণা ভোগ করে যেতে হয়, তা বলে কি বলা যায় তার রঙ নীলাভ।না তার কোনো রঙ নেই,শুধু অনুভবে বোঝা যায়।অবেলায় অবসন্ন বিকেলে ঢাকা একফালি জানালার রোদ্দুরের মতো করে বেঁচে থাকার জন্য কারণের দরকার হয় তবে না মূর্তিমান প্রস্তরীভূত এক অবয়বের মতো নিশ্চুপ শব্দহীন রাতের মতো সময়ের সাথে দিন যাপন করে যেতে হয় একাকী।ক্লান্ত নিবিড় নিশ্চুপ হয়ে থাকা সময়ের গায়ে লেগে থাকে না বিষন্নতার দাগ তবে, না তোমরা দেখেও দেখতে চাও না। 
কি জানি,আদৌ কিছু জানি কি না পারি না। অদ্ভুত দ্বন্দ্বের সৃষ্টিতে ছন্দময় জীবনের দেওয়াল। প্রশ্নের উত্তরে স্রেফ প্রশ্নের পরিমাণ বেশি হয়। পরিচিত থেকে অপরিচিত হয়, মুহুর্তে থেকে বিষন্নতার সুতোয় কখন যে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ি নিজেও বুঝি না, কবিতার জন্য শব্দ খুঁজে পাওয়া না গেলে তোমায় খুঁজি। তোমায় না পেলে আকাশের গায়ে বুনি ভালোবাসার বারাণসী। যাতে তুমি আমি লেপ্টে আছি। 
অভিমানে অভ্যেসে অভিযোগে তুমি রয়ে গেছো ভালোবাসি না বলে অস্বীকার করে যাওয়ার পর ও। 
পাগলামির ক্যানভাসে ছবি আঁকি আমাদের কল্পনা তাই।। যদি তুমি এসে বলো ভালোবাসি বলা হয়নি যদি মিথ্যে মনে হয় তোমার কখনো তাই।।
©মেহুল শুনি🧡✒️

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌