জবাবদিহি

ঠিক এটাই বলতে চাই যে আমি যেকোনো ধরণের সম্পর্কে ১১০ শতাংশ এফোর্ট দিলেও সেটা কেউ কোনোদিন দেয় না, উল্টে দোষারোপ করে, উল্টে বলে উল্টে বলে তোর জন্য করেছি, আমি কোনোদিন বলি না কারণ যারা করার পর বলে তারা আর যাইহোক নিঃস্বার্থভাবে কিছু করে না, বিনিময়ে কিছু পাওয়ার জন্য করে।আমার দিদিও বলে আমি সম্পর্কে এত বেশি এফোর্ট দিই কিন্তু কেউ দেয় না সবাই এরকমই করে দ্বিতীয় পর্যায়ে ফেলে দেয় আমাকে নচেৎ মিথ্যে দোষারোপ করে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু একটা কথা মনে রাখিস ভাই আমার প্রত্যেকটা চোখের জলের ফোঁটার দাম আমি বুঝে নেব সময় হলেই, শুধু এই দিন পর্যন্ত সহ্য করব। তারপর আমার দিন আসুক কাঁদার জন্য এবং জবাব পাওয়ার জন্য তৈরি থাকিস সবাই, বন্ধুত্ব -এ বল, প্রেমের সম্পর্কে বশ, ভাইবোনের সম্পর্কে বল দাদা-দিদির সম্পর্কে যারা বিশ্বাসঘাতকতা করেছিস, কষ্ট দিয়েছিস বা এখনও দিয়ে চলেছিস; জবাব সবাইকেই দেব, হিসেব সবার কাছে বুঝে নেব। এত সহজে কাউকে ক্ষমা আমি করব না। আমি কে বা কি সেটা এত সহজে ভুলতে দেব না শুধুমাত্র কয়েকটা বছর ধৈর্য্য ধরে থাক সবাই।যত জোরজুলুম করার করে নে। আমি দেখাব আসল সিনেমা কাকে বলে ,কষ্ট পেলে ঠিক কেমন লাগে,তৈরি থাক ভাই😎

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌