ভালো শ্রোতা হয়ে ওঠো.... 🌼
ঠিক,এত যে বিরক্ত লাগে কি বলব। এইজন্যই কথা বলা ছেড়ে দিয়েছি..কেউ কোনো কথা বললেই সাথে সাথে নিজেরটা কখনো বলতে যাস না ভাই, বা সমাধান ও দিতে যাস না। সেই মুহুর্তে কেউ নেওয়ার মতো অবস্থায় থাকেই না। " তার ওপর তোর একার বুঝি এসব হয় আর কারোর হয় না...সবাই এক পরিস্থিতির শিকার।"
ভাই একটা কথা বলি সবাই এক পরিস্থিতি,পরিবেশ বা পরিবারের মধ্যে বড়ো হয় না সবটাই আলাদা শুধু সাময়িক মিল কিছু কিছু হয় তাই বলে সবার গল্প স্ট্রাগল বা ডিপ্রেশন ও একাকীত্ব মনখারাপগুলো, টেনশন এর কারণ কখনোই এক হয় না, তাই গাধার মতো এসব বলে অন্তত ডিপ্রেশড মানুষজনকে সান্ত্বনা দিতে যাসনা বরংচ কথাগুলো শুনিস তার ভালো লাগবে।সলিউশন সে যদি চায় তবেই দেওয়া উচিত অকারণেই বই পড় গান শোন পেইন্টিং কর (পট, বোতল বা যেকোনো ধরনের),গান শোন, গাছ লাগানো শুরু কর, রান্না কর যা ভালো লাগে কর... এগুলো দয়া করে বলিস না ভাই..বিশ্বাস কর হয় না...পারে না মানুষ।হার মানা মানুষরা আর যাইহোক ডিপ্রেশন এ আত্মহত্যা ছাড়া কিছু ভাবতেই পারে না তাই সোশ্যাল মিডিয়ায় বড়ো বড়ো পোস্ট বা আমি আছি হ্যাশট্যাগ দিয়ে ভুলে না গিয়ে একজন ভালো শ্রোতা হবার চেষ্টা করিস,আশা করি তাতে আত্মহত্যার পরিসংখ্যান কিছু হলেও কমবে। প্রতিটা মুহুর্তে সেকেন্ড সময়ে কত মানুষ তার প্রিয় মানুষকে হারাবে না ভেবেছিস কোনোদিন।ভাব ভাই..ভাবা অভ্যেস কর🫂..©মেহুল শুনি🌻
Comments
Post a Comment