সম্পর্ক বা ফুলদানি 💔

"যে রাখতে জানে না তার কাছে ফুলদানি , কি বা সম্পর্ক... ভেঙে তো ফেলবেই।।"©Amit dittu 🍂



 তাই কষ্ট হলেও খারাপ লাগলেও আর আত্মসম্মান ধুলোয় মিশিয়ে আর ফেরত আনতে যাই না কারণ অনেক হয়েছে। দ্বিতীয় বার সুযোগ দিলে যেকোনো ধরণের সম্পর্কে মানুষ মানুষকে হালকা ভাবে নেয়, ভাবে এ তো থেকেই যাবে হাজার অবহেলা করেও, এড়িয়ে গেলেও, তাই একসময় সরে গিয়ে দূরত্ব বাড়িয়ে বুঝিয়ে দিতে হয় এভাবেও ভালো থাকা যায়, একা বেঁচে থাকা যায় স্বচ্ছন্দে। হয়তোবা ডিপ্রেশন একাকীত্ব মনখারাপগুলো থাকেই। টেনশন সব থাকে তবুও অযাচিত আঘাতগ্রস্ত হওয়ার হাত থেকে তো বাঁচা যায়। তাই মানুষের ওপর ঘেন্না ধরে গেছে আমার। চাইও না যারা খারাপ সময়ে নেই বা ছিল না বা এখন আর থাকতে চায় না; তাদের আমার ভালোমন্দে সামিল করতেও চাই না আর কখনো করবও না। ধন্যবাদ যারা বন্ধুত্বের সম্পর্ক, ভাইবোনের সম্পর্ক বা দাদাবোনের বা দিদিবোনেরগুলো শেষ করেছিস এবং যারা ভালোবাসার দোহাই দিয়ে এন্টারটেইনমেন্টের রসদ সরবরাহ শেষে চলে গেছিস হাতটা ছেড়ে সকলকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাক আর ফিরেও আসার দরকার নেই। অনেক হয়েছে অপমান সয়ে আত্মসম্মানবোধ ধুলোয় মিশিয়ে সম্পর্ক বাঁচিয়ে রাখা যেকোনো ধরণেরই হোক না কেন। ধন্যবাদ🙏💕

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌