বিচ্ছেদের চেয়েও এ কষ্ট অসহ্য হয় 💔📌
অসহ্য অমানুষিক যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়। কাউকে বলার নেই, কেউ নেই যাকে জড়িয়ে ধরে কাঁদব, নেই কেউ যার কাছে দুদন্ড শান্তি পাব একটুখানি বসে,তবুও প্রতিমুহূর্তে সব দায়িত্ব পালন করে যেতে হয়, তবুও হাসিমুখে বলতে হয় ভালো আছি। ভালোবাসা ভরসা আর বিশ্বাসের জায়গাগুলো,মানুষগুলো আজ অবশিষ্ট প্রায়। (বিশেষ করে বন্ধুরা, বোনভাইদাদা যাদের আপন মনে করি নিজের চেয়েও😑🫂) অবসাদ, একাকীত্ব, মনখারাপ, খারাপলাগা কারো সাথে কারো কাছে শেয়ার করি না, যোগাযোগ নিভে গেছে প্রায় তাই গুটিয়ে নিয়েছি আরো বেশি করে। সমাধান শুন্যের ঘরে। পড়াশোনা করছি জেদের বশে কিন্তু তবুও মনে হচ্ছি হেরে যাচ্ছি, আমার দ্বারা কিছুই হবে না। কান্না পায় মনে হয় আর পারছি না। শ্বাসকষ্ট, চেস্ট পেইন হয় তবুও নিয়ন্ত্রণ করতে পারি না(ডাক্তার নিষেধ করেছে এক্সাইটেড হতে তবুও পারি না এইজন্য কতবার অসুস্থ হয়েছি, কতবার শ্বাসকষ্ট হয়েছে,মনে হয়েছে কতবার দমবন্ধ হয়ে হয়তো মরেই যাব। তবুও কি অদ্ভুতভাবে বেঁচে আছি। এর শেষ কবে কোথায় জানি না আদৌও আছে কি জানা নেই🙂) কত দিনের পর মনে হবে এইতো... আর না😑
Comments
Post a Comment