অনুভূতি
মানুষের মতামতের থেকেও তুমি বেশি গুরুত্বপূর্ণ।
তাই তো বারবার সরে এসেছি যেখানে অবান্তর প্রশ্ন ওঠে আমার ওপর,মনুষ্যত্ব যেখানে শুন্যের ঘরে শব্দ গোনে অপমান ও দোষারোপের,সেখানে আমি নেই।আত্মসম্মানবোধ এ আঘাত লাগলে পরে মানসিক শান্তি তলানিতে ঠেকে যায়,আর আত্মসম্মান না থাকলে বেঁচে থাকার মানে হারিয়ে যায়। যেকোনো সম্পর্কে বিচ্ছেদ সবসময় কষ্টের, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে থেকে যাওয়া আত্মহত্যার সমান।সবচেয়ে বড়ো যে যে তোমাকে বোঝে না তাকে বোঝাতে যেও না শুধু শুধু অপমানিত হবে।©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment