কবিতা
মুছে যাওয়া শব্দের খামে লিখে রাখি বিস্মৃতির পাতায় রাখা একান্তই গোপন অনুভূতি,
অব্যক্ত চিঠিতে ফাঁকা পাতারা ভিড় জমায় নিঃসঙ্গ দুপুরে,
ফাঁকা ট্রামে ঝিমিয়ে পড়া এক মেয়ে,
আজও ডাকটিকিট জমায় মনখারাপ হলে,
জমাটি সন্ধ্যে সাজায় বিষাক্ত বিষে।
©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment