হারানো মুক্তোর খোঁজ জীবন সমুদ্রে ডুব
কিছু কিছু হারানো মুক্তোর মতো মানুষ ও মুহুর্ত দুইই বর্তমান। একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না যতই তুমি দক্ষ ডুবুরি হও।
জীবন সমুদ্রের চেয়ে কেউ শক্তিশালী নয়,
তাই বারবার হার মেনে অনুরক্ত থাকতে বাধ্য হতে হয় বিনা কারণে। এটাই প্রকৃতির নিয়ম, যার ওপরে আমরাও নই।।
©মেহুল শুনি
Comments
Post a Comment