মুছে যাওয়া শব্দ
ডিসেম্বরের শহরে আর সে ফেরেনি, মহামারিতে সব ইচ্ছে মুছে দিয়েছিল তার।।
©মেহুল শুনি
কিছু মানুষকে চাইলেও আর আটকে রাখা যায় না কারণ তারা তারা ঘরছাড়া বাউন্ডুলে পথিক,
তাদের খোলা আকাশে কেবল মানায়,
তাই ছেড়ে আসা পথের পাশে ধুলোমাখা কবিতাখানা রয়ে গেছে আজও অভিমানের তীব্র দহনজ্বালাকে সঙ্গী করে গহীন রাতের অন্ধকারে একাকী।
-মেহুল শুনি🌱✒️
অহম-
কেউ কারো খারাপ করেও নিশ্চিন্তে কিভাবে ঘুমোতে পারে,
বলতে পারো
নীরা-
ওরা আবেগের সাথে সংসার করে না,
বাস্তবতার আঙিনায় ভালো থাকার ষড়যন্ত্রের আয়োজনের কথা বলে।।
শরীর খারাপে মানুষের খোঁজে হন্য হয়ে ঘুরে মরছি রোজ,
মনখারাপ এ কেবল শুধু আঁকছি ছবি ফুরিয়ে যাওয়া ক্যানভাসে।
©মেহুল শুনি🌱✒️
গভীর রাতে গলিপথ ধরে হেঁটে চলে যায় একাকীত্বের চাদর মুড়ে নিস্তব্ধতা।
অপলক চোখে তাকিয়ে দেখে আমার অস্তিত্ব অনস্তিত্ব এর দ্বন্দ্বের মাঝে পড়ে।
কবিতারা সারি বেঁধে অভিমানে ফিরে যায় তার উৎস এ রোজ,
গল্পের চরিত্র বুনে চলে আমার অক্ষমতার ইতিহাস।
ব্যর্থতার মরুভূমিতে আমি বুনেছি গত জন্মের আশ,
যা কখনো পূরণ হয়নি ইচ্ছেগুলোকে জোর করে হত্যা করা হয়েছে বলে।
বাকি থেকে গেছে শুধু একরাশ শুন্যতার আলিঙ্গন কেবলমাত্র।
-©মেহুল শুনি🌱✒️
ছেড়ে আসা স্টেশন,
ছেড়ে আসা তোমার ঘর,
পুরোনো গলির পথে,
চেনা মানুষ আজও পর,
কবিতার ঠোঙায় আজ ঝালমুড়ি বিকোয়,
দশটাকায় কেবল দর,
সন্ধ্যায় তুলসিতলায় প্রদীপেরা নিভু নিভু,
একাকীত্বের অভিশাপে পুড়ল আজ সুখের ঘর,
আর আমি হলাম বাউন্ডুলে মিথ্যে করে সব ঝড়।
-©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment