কিছু অংশ

যদি আমি কখনো বলে উঠি এখানে যারা আবেগের বশে কবিতা লিখবে, 
তাদের গুলি করে মেরে ফেলা হবে, 
যদি বলি যুদ্ধের ময়দানে রক্তের বন্যাই আমার প্রিয়, 
ভালোবাসার ঘাসে বসে নিশ্চিন্তের বাক্যালাপের থেকে। 
যদি বলি বইয়ের শব্দগুলোর প্রতি আমার একরাশ ঘেন্না আছে আমার জমিয়ে রাখা, 
তুমি পাগল ভাববে আমাকে, 
তাহলে নিঃশব্দে চুপিসারে চলে যেও। 
আমায় ঘুণাক্ষরেও জানতে দিও না, 
যদি আমি ভুল করে জানতে পারি তবে তীব্র ঘৃণার আগুন চোখ ঠিকরে তোমায় শাস্তিরূপে গিলে খেতে আসবে।। 
আসলে আমাদের ভেতরের মানুষটাকে আমরা সকলের ছোঁয়াচ বাঁচিয়ে আগলে রাখি, 
কিন্তু সেটা যদি দিনের পর দিন অত্যাচারের শিকার হয়, 
তাহলে তাহলে অনুভবের লেশমাত্র অবশিষ্ট থাকে না। 
ভালো থাকার সব যড়যন্ত্রে লোকসমাগম না থাকলে যে ভালো থাকাটা আন্তরিকতার ছোঁয়াটুকুও না পেয়ে হিংস্র পশুদের মতো নখদাঁত বের করে খুবলে খেয়ে নিতে চায় জিঘাংসার কারণে। 
-©মেহুল শুনি🌱✒️

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌