যখন অভিজ্ঞতা কথা বলে...
অভিজ্ঞতা খারাপ হলে ভালোমন্দ বিচার দ্বন্দ্বের সৃষ্টি হয়,সেখানে না কোনো সান্ত্বনা কাজ করে না কোনো জ্ঞান, মানুষ শুধুমাত্র একজন মানুষ চাই যে তার কথা একজন শ্রোতা হিসেবে শুনবে কোনো সন্দীপ মাহেশ্বরী হিসেবে নয়। একজন ভালো শ্রোতা হয়ে উঠতে হয় যেকোনো সম্পর্কে,জ্ঞানী না পরে হলেও চলবে।কারো খারাপ সময়ে অবলম্বন না হতে পারো কিন্তু কথার তীর ছুঁড়ে আরো তাকে ক্ষতবিক্ষত কোরো না।বন্ধু না হতে পারো, একজন গাছ হয়ে ওঠো যে উপস্থিতিতে আছে স্পর্শ অনুভূতিতে আছে,কথার বুলিতে নয়। বাতাসের সাথে আছে যা কখনো বলে না আমি আছি অথচ আছে। তাই হয়ে ওঠো। দেখো ভালো লাগার এক অনন্য অভিজ্ঞতা তোমার জীবন অন্য খাতে বয়ে নিয়ে যাবে। তোমার ভেতর থেকে এক ধরনের আওয়াজ আসবে যা তোমার কাছে নতুন মনে হলেও এটাই স্বাভাবিকভাবেই বর্তমান ছিল কিন্তু তুমি সেটা বুঝতেই পারোনি কোনোদিন।
হয়তো বুঝতেও চাওনি।
মানুষ পরিস্থিতির শিকার সেতো সবাই জানে, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে দেখো লড়াইয়টা কতো কঠিন। যার পক্ষে নিজের সাথে নিজের, নিজের আপনার লোকেদের পাশাপাশি বাইরের দুনিয়ার হাজারো সমস্যার সাথে যুঝতে হয় আর যাইহোক তাকে জীবনের মানে বোঝাতে এসো না।
শুধু এক অব্যক্ত কাহিনী শুনতে শেখো, দেখো ভালো হবে।
মানুষ বিষাক্ত সম্পর্কের অভিজ্ঞতা থেকে সম্পর্কের ভয়াবহতা দেখে আর কিছু দেখতে সাহস করে না, এড়িয়ে যেতে চাইলেও বারবার তার সম্মুখীন হয়।।
পিছিয়ে যেতে চাইলেও তার আর উপায় থাকে না।
শুধু যুদ্ধের ময়দানে সে শস্ত্রবিহীন যোদ্ধা হিসেবে দাঁড়িয়ে থাকে সম্মোহিত হয়ে।
সে জানে তাকে যুদ্ধ করতে হবে কিন্তু এটা জানে না কেন করতে হবে, করার পর কি হবে, শুধু যন্ত্রের মতো করে চলে। তার যন্ত্রণার আন্দাজ তুমি লাগাতে পারবে না জানি কিন্তু মলম হয়ে উঠতে তো পারো।
সুর না হতে পারো ছন্দ তো বজায় রাখতে পারো।
একাকীত্ব মুছতে না পারো, ভুলিয়ে রাখতে চেষ্টা তো করতে পারো, বুঝতে চাও শুধু, দেখবে এতোদিন ধরে যা করে এসেছ সম্পূর্ণরূপে এক ধরনের অন্যায় করে এসেছ যা মানুষ হিসেবে গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত।
মানুষের মনে কথা জমে গেলে না কোনো কথা বলে না, সে তার চরিত্রের বিপরীত আচরণ করে। যাতে আর সে নতুন করে আঘাত না পায় যা সে নিজেই ডেকে এনেছিল। ভয় নয় ভাঙার পর যে ইমারত নির্মাণ করেছিল তা যাতে ধুলিসাৎ না হয়, যাতে তাকে নিজেকে গড়তে গিয়ে সম্পূর্ণ চক্রব্যূহ নতুন করে গড়তে গিয়ে আদতে অভিমন্যুর মতো আত্মঘাতী হতে হয় ফিরে আসার পথ না জানার জন্য। সবটাই আপেক্ষিক জানি সবাই কিন্তু ফলাফল সূদুর প্রসারী তা তো জানি তাই না।
প্রকৃতরূপে একজন বন্ধু হয়ে ওঠা আজও বাকি বুঝলে। তারজন্য বহুত কাঠখড় পোড়ানো বাকি। তৈরি থেকো।
শুভ রাত্রি।।
©মেহুল শুনি🌱 ✒
Comments
Post a Comment