সুবর্ণলতা তোমার জন্য একরাশ নরম ফুলের আদর রইল। তোমার মূল্য এ সমাজের কলুষিত মননের মানুষেরা বোঝেনি,বুঝবেও না। শুধু প্রবোধ,মুক্তকেশীর মতো মানুষেরা অত্যাচার করে নিজেদের পাশবিকতা তুলে ধরবে বারবার দৈনন্দিন জীবনে হোক বা সাহিত্যের কোণায় কোণায়। খুঁজলে দেখা যাবে আজও কত সুবর্ণলতা হারিয়ে গেছে প্রবোধ এর মতো অমানবিক সন্দেহবাতিক পুরুষের লালসায়, নিজেদের পবিত্রতা ঘোষণা করতে গিয়ে ক্লান্ত হয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে রেখে গেছে একরাশ প্রশ্ন সমাজের তথাকথিত প্রধান বা মুখ্য মাথা বা বুদ্ধিজীবী দের প্রতি, ভবিষ্যতেও রেখে যাবে এবং আজও যাচ্ছে। মুক্তকেশীর মতো মানুষেরা শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি হয়ে মেয়েদের সর্বনাশ করেই যাবে তথাকথিত নিয়মের চোখরাঙানিতে। তবুও সত্যবতীর মতো মেয়েরা প্রতিবাদে সোচ্চার হয়ে ছিনিয়ে নেবে সংসারের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এক মুঠো খোলা বাতাস। বিশ্বাসঘাতকতার চরম শাস্তি হিসেবে দিয়ে যাবে নিদারুণ অভিমানের ঢেউ,বিচ্ছেদের গোধূলি দিয়ে চলে যাবে উপেক্ষা করে পুরুষদের চোখরাঙানিকে অগ্রাহ্য করে। অপরদিকে সুবর্ণলতার মতো মেয়েরা হাজারও চোখ রঙানি, কটুক্তি,...
Comments
Post a Comment