জোৎস্না রাতে ভালোবাসা যায় বিচ্ছেদ এর কবিতা লেখা যায় না।।
আকাশের চাঁদের মতো মাঝে মাঝে নিজের উপস্থিতি টের যায়,
যেন আছি অথচ নেই এইরকম একটা ভাব,
কিছুর যেন অভাব বোধ স্পষ্ট হচ্ছে ক্রমশঃ
সময়ের কুয়াশার চাদর সরিয়ে
জোৎস্নার স্নিগ্ধ আলো ছুঁয়ে যাচ্ছে মনের অলিগলি,
বলে যাচ্ছে তার উপস্থিতির কারণ,
কিন্তু বোবা টানেলের গলা চিরে ভেতরের আমিটা রোজ একটু একটু করে মরে গেছে অদ্ভুত কৃত্রিম ভালো থাকার চেষ্টায়,
হাসিতে মরচে পড়ছে কোনো এক পূর্ণিমার রাতে,
তুমি খোঁজ নিতে ভুলে গিয়েছিলে,
ভুলে গিয়েছিলে কেউ পথ চেয়ে একা বসে আছে,
তুমি আসোনি আর
শুধু সময় বয়ে যায়
আবেগের খড়কুটো রয়ে যায় চোখের জলে ভাসমান অবস্থায়।
অভিমানে অব্যক্ত কথাগুলো বিদ্রোহ ঘোষণা করলেও মৌনব্রতের কাছে হেরে যায়।
কারণ জোৎস্না রাতে ভালোবাসা যায়
বিচ্ছেদের কবিতা লেখা যায় না।
©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment