চারলাইন
ছেড়ে আসা পথের পাশে স্মৃতির ধুলোমাখা চিহ্ন অদৃশ্য ব্যথার মতো রয়,
তোমার সেই আগলে রাখা কবিতার বই,
সম্পর্কে না থেকেও ভালোবাসা দিয়ে ঋণী করে চলেছে আজও সে সই,
সমুদ্রের গভীরতা সমান অধিকার ছেড়ে যাই শব্দের মই।
মুক্ত হতে আর আমি শেষমেশ পারলাম কই।।
Comments
Post a Comment