আবেগের ষড়যন্ত্র

ঘুমন্ত আবেগের আগ্নেয়গিরি থেকে আজ কষ্টের লাভার উদগীরণে গনগনে লাল রঙের অশ্রু ঝরে হৃদয় হতে, রাতের নিস্তব্ধতায় এতো শব্দ তবুও নৈরাশ্যের অন্ধকারে নিমজ্জিত আমি আজ কিছু শুনতে পাচ্ছি না যেন, অদ্ভুত মায়াজাল গ্রাস করেছে আমায়,অবসাদের অদ্ভুত অট্টহাসি যেন গিলে খেতে আসছে তার পুরোনো চেনা ছন্দে, আমি আটকাতে পারছি না, কেমন যেন অসহায় লাগছে, ঠিক যেমন ভয়াবহ দুঃস্বপ্নের মতো তুমি, যার আসা আটকানো যায়নি, কিন্তু পারতাম আটকাতে, তখন আবেগের বানে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, আজ আপশোষের দড়িতে পিষছে আমি, আর কিছু বাকি নেই, শুধু আছে জীবন্ত লাশ, যার গন্ধ পাওয়া যায়নি বলে তার খুনি আজও শাস্তি পায়নি। চিলেকোঠার নিকষ কালো অন্ধকারে চাপা পড়ে গেছে খুনের সমস্ত চিহ্ন, শুধু বেঁচে আছে এক আবেগহীন অবয়ব, যে আজও ঘুমোতে পারেনি।
©মেহুল শুনি

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌