আলো 🙌

আলোর কাছে এসে বসো চুপিচুপি,যা সমস্ত আবরণ মুছিয়ে তোমাকে তোমার মতো করে গ্রহণ করে।যার সমালোচক দৃষ্টি ভেদ করে তোমার ভেতরের সৌন্দর্যকে গৌণ করে বাহ্যিক সৌন্দর্যকে মুখ্য ভূমিকায় এনে দাঁড় করাবে না দুঃসাহসিক নির্লজ্জতায় সম্মোহিত হয়ে। তোমার ভেতরের আলোর ঝর্ণা প্রতিফলিত হবে চারিদিকে,আর সমস্ত মিথ্যের আবরণ সরিয়ে দেখা যাবে শতাব্দীপ্রাচীন আলোকবর্তিকা। যার জন্য এতো আয়োজন,অপেক্ষা,অভিমান জমা ছিল।কবিদের বদনাম যদিও ঘোচেনি কল্পলোকে বিচরণের ফলে অকারণে কথার ঝুলি সাজিয়ে পরিবেশন করায়। কবিতা এভাবেই আলোআঁধারি খেলায় তার আসল রূপে আবির্ভূত হয়ে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে যায় সবার মনে তার মোহময়ী রূপের ছটায়। শব্দের তিরন্দাজি খেলায় কেউ কখনো জেতেনি এক ঐশ্বরিক শক্তির পূজারী অদ্ভুত প্রতিভাসম্পন্ন ব্যক্তি ছাড়া। এটাই চিরন্তন শাশ্বত সত্য যা কোনোদিন বদলানোর নয়। একাকী নীহারিকা তাই লিখে যায় ক্লান্তির সমস্ত সীমান্ত অতিক্রম করে।যার যুদ্ধ এখনও চলছে, এবং চলবে অনন্তকাল পর্যন্ত, যতদিন ভালোবাসা এই পৃথিবীতে বেঁচে থাকবে।পৃথিবীর মৃত্যুর পরে যার ধ্বংস হয়তো মানুষের কাছে লেখা থাকবে কিন্তু ব্রহ্মাণ্ডের কোণে কোণে তার চিহ্ন রয়ে যাবে।©মেহুল শুনি🌱✒️

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌