প্রেম বড়োই কঠিন
১)
প্রেম এতো সহজ জিনিস নয়, আর সবাই পারে না। আগুনের পরশমণি ছুঁয়ে তবেই প্রেমিক বা প্রেমিকা হয়ে যায়,অনেক পথ পেরিয়ে তবেই স্বর্গীয় প্রেম আস্বাদন সম্ভব।। তাইজন্য রোমিও-জুলিয়েট, লায়লা-মজনু, হির-রাঁঞ্ঝা আজও যুগের পর যুগ ধরে প্রেমের আদর্শ হিসেবে আজও সবার মনে এক আলাদা করে জায়গা স্থাপন করে চলেছে আবহমান কাল ধরে। তাই সাহিত্য জুড়ে জীবনের প্রত্যেক মুহুর্তে অনন্য সাধারণ ভূমিকা পালন করে রাখে অকাল বসন্তের সূচনায় একঘেয়ে জীবনের এক পলকা শীতল ঠান্ডা বাতাসের মতো।।
২)
প্রেমে পড়া সহজ, করা নয়। আগুনের সাথে খেলা যেমন তেমন এটাও অনেকটাই ঠিক সেরকম। তাই দুঃসাহসিকতার পরিচয় প্রতি পদে পদে দিয়ে যেতে হয়। মন ও শরীরের ওপর দিয়ে কত ঝড় বয়ে যায় তার ইয়ত্তা নেই এবং তার জন্য যথেষ্ট পরিমাণে সহ্য ক্ষমতা রাখতে হয় নইলে সব শেষে শুন্য থেকে শুরু করতে হবে। বাঁধাধরা নিয়মকে আঙুল দিয়ে বদনামের ভাগিদার নাহলেও চলে না। প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করে যেতে হয় প্রেম এর জন্য। আবার কেউ পায় আর কেউ পেয়েও হারায়, এমনই এর লীলা। তবে প্রেম এক অনন্য শক্তি হিসেবে আমাদের ভরসা যোগাতে থাকে যেকোনো যুদ্ধে জেতার জন্য। এমন ঐশ্বরিক শক্তির কারণে আজও ঘৃণা-দ্বেষের আগ্রাসন ঠেকাতে অব্যর্থ ওষুধ তৈরি করে রেখেছেন ঈশ্বর। যাতে মানুষ হেরে গিয়ে সহজেই ফুরিয়ে যেতে ষা পারে এবং শেষে হারিয়ে না যায়। তাইতো প্রেমের জয়জয়কার জগত জুড়ে আজও বিদ্যমান। ©মেহুল শুনি🌱 ✒
Comments
Post a Comment