কবিতারা
কবিতারা পথ ভুলে মাঝে মাঝে তোমায় খোঁজে,
ওরা জানে না কুহকিনী ফিরে গেছে বর্ষণমুখর সন্ধ্যেয় একাকী,
ভালোবাসা খুঁজে মরে
আশ্রয়,
যা তাকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস দেখাবে না,
নিভে যাবে আশার আলো,
তবুও কাঁপা কাঁপা সন্ধ্যার রাজধানীর বুকে দীপ জ্বালো।
ওরা যে হেরে যেতে আসেনি,
সবটুকু হারিয়ে জিততেই এসেছে কেবল।।
©মেহুল শুনি 🌱✒
Comments
Post a Comment