বিষাক্ত মানুষ বনাম প্রকৃতি
বিষাক্ত মানুষ উপস্থিতিতেই বিষিয়ে দেয় চারপাশ,
কিন্তু প্রকৃতি কখনোই তোমার সাথে এরকম কিছু করবে না। তাই ছোটবেলা থেকেই আমি রাগ, দুঃখ, অভিমান, মনখারাপ যাই হোক না কেন বারবার তার কাছে ছুটে গেছি,কেঁদেছি ফুঁপিয়ে ফুঁপিয়ে আর হঠাৎ করে বয়ে আসা শান্ত শীতল বাতাস যেন মাথায় হাত বুলিয়ে দিয়েছে, একরাশ সদ্য ওঠা রোদ যেন আদর করে গেছে, ফুটে ওঠা নতুন গাছের ফুল বলে উঠেছে মনখারাপ কোরো না, আর কেঁদো না, দেখো সবাই কেমন হাসছে। আসলে মানুষের চেয়ে আপন প্রকৃতি হয় কারণ তাকে ভালোবাসলে দ্বিগুণ হয়ে ভালোবাসা ফিরে আসবে, অনাবিল শান্তি পাবে, অদ্ভুত এক ভালোলাগা কাজ করবে,সব মনখারাপ এর ধুলো উড়িয়ে একগাল হাসি নিয়ে ফিরবে। একবার গিয়ে দেখো তার কাছে, দেখবে সব কিরকম ভালোলাগার আবেশে মন ভরে উঠছে, কবিতার খাতায় শব্দেরা করছে থৈ থৈ, তুমি লিখে কুল পাচ্ছ না। আনন্দে উচ্ছল প্রাণে কেমন একটা খরস্রোতা নদীর বয়ে চলা অনুভব করছ। ঠিক তোমার মায়ের মতো, সেই খুব কাছের বন্ধুর মতো যেন পরশ খুঁজে পাচ্ছ। এভাবেই রোজ তুমি চারাগাছ হতে বটবৃক্ষে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছ আর তোমার গভীর কালো চোখে প্রশান্তির এক ভাব রেখে যাচ্ছ, যাতে মায়াভরা এক রূপকথার গল্প লেখা আছে, যা কারো অপেক্ষায় আজও দিন গুনছে স্বপ্নের বুননে। যা শেষ হয়েও আর শেষ হয়ে উঠছে না বসন্তের ফুলে ভরা ভালোবাসার উপহারের সাজিতে। রাতের শেষে যে তারারা আসে তাদের অফুরান গল্পের ঝুড়ির মতো অফুরন্ত এক কুহেলিকা হয়েই রয়ে গেছে তাই।
©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment