শব্দের মায়ায় রাতের কায়া
দরমার বেড়ার ফাঁকে একফালি জোৎস্না এসে ছুঁয়ে গেছে ক্লান্ত ঘরের বিছানায় শুয়ে থাকা সাধারণ বউটিকে, বাইরে বইছে মৃদুমন্দ বাতাসের সাথে নিঃসঙ্গ কবিতা, ভালোবাসার কুটিরে মোহময়ী রাত, স্বপ্নেরা একাকার। মহুয়ার গন্ধে মাতাল কবি আজ ঘরে ফেরেনি তীব্র অভিমানে, উপোসী হৃদয় আজ তৃষ্ণার্ত, মনের নদীতে আজ জোয়ার না ভাটা এসেছে। অদ্ভুত সব শব্দের খেলায় কেবল একা জাগে কুহেলিকা।।
©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment