সাহিত্য জীবন
জীবন ও সাহিত্য অঙ্গাঙ্গীভাবে জড়িত, দৈনন্দিন জীবনের ঘটে চলা প্রতিদিনের প্রতি মুহূর্তের ঘটনা নিয়ে সাহিত্য এবং জীবনের সাথে সাহিত্যের অবিচ্ছেদ্য সম্পর্ক দর্পণের ন্যায়। একটি আরেকটিকে ছাড়া অসম্পূর্ণ, যেমন দিন ও রাতের সম্পর্ক। বাঙালি যদি এইভাবেই সাহিত্যকে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতে পারত তবে আজ বাংলা সাহিত্য বিশ্বের দরবারে হাজির হতো নিজের স্থান এর যোগ্য সম্মান পেতে, কিন্তু এটি বাস্তবায়িত হলে বাংলা সাহিত্য কোথা থেকে কোথায় পৌঁছাত তার ইয়ত্তা নেই এবং কল্পনাতীত।। ©মেহুল শুনি🌱✒️
Comments
Post a Comment