স্মৃতি যা হাসায়

জুনিয়রদের কাছেও বড় হলাম না আমি এখনও পর্যন্ত, ভাবা যায়🤣, তবে হ্যাঁ এই স্মৃতি চারণ গুলো আছে বলেই বাঁচা নাহলে আর দেখতে হতো না ভালো থাকিস বাচ্চা🌻❤️, তুই সবসময় স্পেশাল আমার কাছে ❤️ আর হ্যাঁ দেখা হলে অনেক কথা হবে আর ছবি তুলব একসাথে,গ্যালারি ফুল করেই ছাড়ব এবার❤️🌻 আর হ্যাঁ যাদবপুর এ যেতে ইচ্ছে করবে এমনটাই স্বাভাবিক রে আমাদের কাছে, ওটা আমাদের ঘরবাড়ি যে যেখানে আমাদের ঘরকন্নার গল্প লুকিয়ে রেখে এসেছি, আবার শুরু করতে হবে তো নাকি🥰, বেশ সব হবে, হতেই হবে। এটাকে মনে রেখেই বাঁচব আমরা বুঝলি🥰❤️

Comments

Popular posts from this blog

সুবর্ণলতার সাহিত্য সমালোচনা

অন্ত্যমিলে মুগ্ধতা

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল ফোটে🌸💌